About Dawah And Tableeg

“Tabligh Jamaat” is one of the most successful movements in modern times.
Alhamdulillah,
all types of people from Ulama to illiterate people are getting benefits through their Efforts of Deen.

মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

পবিত্র কোরআন বিষয়ক কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও তার উত্তরঃ.....

প্রশ্নঃ পবিত্র কোরআন এ যের কয়টি?
উত্তরঃ ৩৯৫৮২ টি।
প্রশ্নঃ পবিত্র কোরআন এ যবর কয়টি?
উত্তরঃ ৫২২৩৪ মতান্তরে ৫৩২২৩ টি
প্রশ্নঃ পবিত্র কোরআন এ পেশ কয়টি?
উত্তরঃ ৮৮০৪ টি
প্রশ্নঃ পবিত্র কোরআন এ তাশদীদ কয়টি?
উত্তরঃ ১২৭৪ টি।
প্রশ্নঃ পবিত্র কোরআন এ নোক্তা (ফোটা) কয়টি?
উত্তরঃ ১০৫৬৮৪ টি।
প্রশ্নঃ কোন কোন সুরায় ৯ টি মীম?
উত্তরঃ সূরা ফীল, সূরা ক্বাফিরূন, সূরা মাউন এ।
প্রশ্নঃ কোন সূরায় মীম নেই?
উত্তরঃ সূরা কাউছার।
প্রশ্নঃ কোন সূরায় নূন ১ টি?
উত্তরঃ সূরা ইখলাস।
প্রশ্নঃ কোন সূরায় ছীন নেই?
উত্তরঃ সূরা কাউছার।
প্রশ্নঃ কোন সূরায় ছা ১ টি?
উত্তরঃ সূরা কাউছার।
প্রশ্নঃ কোন সূরায় ১ টি আয়াতে ৩৬টি মীম আছে?
উত্তরঃ সূরা হজ্ব, আয়াত-৫।
প্রশ্নঃ কোন সূরায় মাত্র ১ টি যের রয়েছে?
উত্তরঃ সূরা ইখলাস।
প্রশ্নঃ কোন সূরায় ২টি পেশ রয়েছে?
উত্তরঃ সূরা কাউছার।
এই উত্তর গুলু আপনার আয়ত্তে রাখতে পারেন। কাজে লাগতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন